ফেস্টুন, ব্যানার ও ছবিতে ধর্ষণের প্রতিবাদ (ফটোস্টোরি)

তৃতীয় দিনের মতো ধর্ষণের প্রতিবাদে ও দুত বিচারের দাবিতে রাজধানী ছিল উত্তাল। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। হাতে লেখা ব্যানার, কার্টুন আর ফেস্টুনে তারা তাদের দাবির কথা জানায়। প্রশাসনের উদ্দেশ্যে তাদের প্রশ্ন,  টনক নড়বে কবে? রাজধানীর শাহবাগে ছিল সবচেয়ে বড় জমায়েত। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষে শিক্ষার্থী নেতা কর্মীরা উপস্থিত হয়ে ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে শ্লোগানে মুখর হয়ে ওঠে। এক ধর্ষণের বিচার চাইতে রাজপথে নেমে প্রতিদিন একের পর এক নৃশংস ধর্ষণের খবর আসছে উল্লেখ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করা না গেলে দেশ নিরাপদ হবে না।120816606_670346870253883_3983508341851107907_n120824985_3297430860368291_4568173400661989250_n120841801_1088634124918494_4043212723902867879_n

120814382_332879484451101_9106460264587648145_n120814890_432923364342003_1497058275889192551_n120844740_347411826607205_7465876569932561838_n120814360_785781435578104_7259245552371217208_n120834016_648925162489559_7017777672525427425_n