‘রেল পানি’ বিক্রি সাময়িক বন্ধ

বাংলাদেশ রেলওয়েরেল অঙ্গনে ‘রেল পানি’ বাজারজাতের সঙ্গে সঙ্গেই বিষয়টি নিয়ে কিছু কিছু গণমাধ্যম যাচাই-বাছাই না করে মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রণালয়টি বলছে, এ ধরনের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। এরপরও পানির গুণগতমান পরীক্ষার জন্য বিএসটিআই এবং বুয়েটকে নমুনা পাঠানো হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম সাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, রেল অঙ্গনে নিজস্ব ব্র্যান্ডের বোতলজাত পানি ‘রেল পানি’ প্রবর্তনের নিমিত্ত বাংলাদেশ রেলওয়ে অতি সম্প্রতি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বিষয়টি নিয়ে কিছু কিছু গণমাধ্যম সঠিক তথ্য যাচাই-বাছাই না করে মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের বক্তব্য হলো বাজারে বহুল প্রচলিত শ্যামলী ড্রিংকিং ওয়াটার, শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃক প্রস্তুতকৃত পানি বিএসটিআই এবং বুয়েট কর্তৃক সনদপ্রাপ্ত বোতলজাত পানি। একই ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত একই পানি রি-ব্র্যান্ডিং করা হয়েছে। অর্থাৎ রেলওয়ের জন্য ব্যবহৃত বোতলে শ্যামলী নামের পরিবর্তে কেবল মাত্র লেবেল পরিবর্তন করে রেল পানি নামকরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে শ্যামলী পানি বাজারে বিক্রি হলেও এ পানির বিরুদ্ধে কখনও কোনও অভিযোগ পরিলক্ষিত হয়নি। ‘রেল পানি’ বাজারজাতের সঙ্গে সঙ্গেই এ ধরনের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হয়। তারপরও পানির গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআই এবং বুয়েটকে নমুনা পাঠানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ে আপাতত এ পানি বিক্রি বন্ধ রেখেছে। বিএসটিআই এবং বুয়েটের পরীক্ষার সনদ প্রাপ্তির পর আবার বাজারজাত করার ব্যবস্থা নেওয়া হবে।