রাজধানীতে চলছে ‘প্রিমিয়ার ব্যাংক-ইউকে-কানাডা এক্সপো’

২২

যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় সৃষ্ট নতুন সুযোগ এবং কানাডার উচ্চ মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার বিষয়ে দেশের শিক্ষার্থীদের অবহিত করতে রাজধানীতে চলছে ‘প্রিমিয়ার ব্যাংক ইউকে কানাডা এক্সপো-২০২০’। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত দুদিনব্যাপী এ মেলায় দুই দেশের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া  এ মেলা চলবে আজ (শনিবার) ৬টা পর্যন্ত। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রেজাউল করিম ও বিদেশে শিক্ষাবিষয়ক পরামর্শদানকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন এফএসিডি-ক্যাব এর সভাপতি কাজী ফরিদুল হক হ্যাপী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানজেন এডু লিমিটেডের প্রধান নির্বাহী মনিরুল হক।

শনিবার শিক্ষা ক্ষেত্রে সেবাদানকারী প্রতিষ্ঠান সানজেন এডু লিমিটেডেরএক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানো হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে  নৌ পরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আফ্রিকা বা অনগ্রসর দেশগুলো যখন শিক্ষায় ছেলেমেয়ের সমতা অর্জনে হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক দুই স্তরেই ছেলেমেয়ের সেই সমতা অর্জন করে ফেলেছে। এখন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও ছাত্রীদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে এবং এই অর্জনের ধারা অব্যাহত আছে। এটা বর্তমান সরকারে সাফল্য।’

তিনি বলেন,‘সরকার ঘোষণা করেছে, ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরিতে নিয়ে আসা হবে। সংখ্যার দিক থেকে এখন উচ্চশিক্ষারও প্রসার হচ্ছে। সরকারি-বেসরকারি মিলিয়ে দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় হয়েছে।’

আয়োজকরা জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে ভিসা ব্যবস্থায় নতুন নিয়মের ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চ শিক্ষায় সুযোগ বেড়েছে বহুগুণ। অন্যদিকে করোনাভাইরাস মহামারির মধ্যেও আগ্রহী শিক্ষার্থীদের ভিসা উন্মুক্ত করেছে যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর অনেক দেশ। বাংলাদেশের শিক্ষার্থীরা এই সুযোগটি গ্রহণ করতে পারে। ভিসা ব্যবস্থায় নতুন নিয়মের অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন ভিসায় পড়াশোনার সুযোগ বেড়েছে যুক্তরাজ্যে। করোনাভাইরাস মহামারির মধ্যেও আগ্রহী শিক্ষার্থীদের ভিসা উন্মুক্ত করেছে কানাডা। নতুন নিয়মের অন্তর্ভুক্তি এবং করোনাকালকে বিবেচনায় রেখে এই দুই দেশে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বেড়েছে।

বর্তমান কোভিডকে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদফতর নির্দেশিত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মনিরুল হক। ইতোপূর্বেও এমন শিক্ষা মেলার আয়োজন করে বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানটি প্রশংসিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় সম্প্রতি নতুন নিয়ম অন্তর্ভুক্তির ফলে দেশের শিক্ষার্থীদের সেদেশে পড়াশোনার সুযোগ আগের যে কোনও সময়ের তুলনায় বেড়েছে। নতুন বছরের জানুয়ারি থেকে যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হবে। শিক্ষার্থীদের জন্য এটা বড় সুযোগ। নতুন নিয়মের ফলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর সেদেশে দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন। নির্ধারিত দুই বছর শেষ হলে তারা নতুন করে ভিসা নবায়নের সুযোগ পাবেন। এছাড়া শিক্ষার্থীরা ইচ্ছে করলে তাদের ‘স্টুডেন্ট ভিসা’ অন্য ক্যাটাগরির ভিসাতেও পরিবর্তন করতে পারবেন।’