পণ্যবাহী ট্রাক ডাকাত চক্রের প্রধান রিটু গ্রেফতার

গ্রেফতারমুন্সীগঞ্জের গজারিয়া থেকে পণ্যবাহী ট্রাক ডাকাত চক্রের রিটু বাহিনীর প্রধান ১৫ মামলার আসামি রিটু ও তার দুই সহযোগীকে দুটি বিদেশি অস্ত্র, গুলি এবং মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

সোমবার (১৯ অক্টোবর) র‌্যাবের মিডিয়া উইং পরিচালক আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্সীগঞ্জের গজারিয়া থানার মেঘনা পুরনো ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ২৯০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ অবৈধ অস্ত্রধারী  দুর্ধর্ষ সন্ত্রাসী  রিটু প্রধান  (৩২) ও তার দুই সহযোগী আলামিন প্রধান (৩৮) এবং  মো. আলমগীর হোসেন প্রধান (২৮)-কে  গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, রিটু বাহিনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী রফতানি পণ্যের গাড়ি লুট/ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা এবং চোরাই কারবার, আন্তজেলা ট্রাক সমিতির নামে চাঁদা আদায় করে আসছিল। এছাড়া সে জমি দখল ও মেঘনা ঘাট এলাকায় চোরাই তেল, সার, কয়লা, পাম ও সয়াবিন তেলের অবৈধ ব্যবসা করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি নিয়মিত মামলা ছাড়াও বিভিন্ন থানায় অপহরণ, ছিনতাই, মারামারি ও মাদকের মামলা রয়েছে।