শেখ হাসিনাকে আমি সবসময় প্রশংসা করি: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি সব সময় প্রশংসা করি। কিন্তু উনিও হয়তো মাফিয়াদের থেকে রেহাই পাবেন না, যদি না তিনি এখনই এই মাফিয়াদের বিরুদ্ধে কোনও কিছু না করেন।’

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ আমাদের দেশে প্রত্যেকটা সাধারণ মানুষের জীবন বিপদগ্রস্ত, মাফিয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সব জায়গায় অনাচার শুরু হয়েছে। এই মাফিয়া ছড়াতে ছড়াতে একদিন নিজের ঘরে আগুন দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকন্যা হিসেবে আমি ওনাকে সব সময় প্রশংসা করি। উনিও হয়তো এর থেকে রেহাই পাবেন না। যদি না তিনি এখনই এই মাফিয়াদের বিরুদ্ধে কোনও কিছু না করেন।’

তিনি বলেন, ‘মান্নার ওপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে। প্রধানমন্ত্রীর তো অনেক গোয়েন্দা বাহিনী আছে, তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে বলেছে। গোয়েন্দা বাহিনী প্রধানমন্ত্রী যেটা শুনতে চান, তারা সেটা শোনায়। তবে আমি বলবো, এই গোয়েন্দা বাহিনী তার বিপদ ডেকে আনবে।’

শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বয়সের গড় আয়ু অতিক্রম করেছেন মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা চাই তিনি সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন। তবে তিনি যদি মানসিকভাবে সুস্থ থাকতেন, তাহলে মান্নাকে একটি ফোন দিয়ে বলতেন যে, আমি দুঃখিত। আমি জানিনা, তারা তোমার সঙ্গে কী কাজ করেছে। অথবা তিনি বলতেন, বিষয়টা আমি দেখছি। অথবা আজ সকালের মধ্যেই তাদের গ্রেফতার করে জেলে ঢুকাতেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘শুধু তাহাজ্জত নামাজ পড়লেই হবে না। দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আপনার পিতার একটু গুণ অর্জন করুন। খোদা আপনাকে হেদায়েত দান করুক।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।