তেজগাঁওয়ে টায়ার কারখানায় ভয়াবহ আগুন

তেজগাঁওয়ে এপেক্স কারখানায় ভয়াবহ আগুন রাজধানীর তেজগাঁওয়ে টায়ার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে যাচ্ছে। বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই কেউ কিছু বলতে পারছেন না।  

তেজগাঁওয়ে এপেক্স কারখানায় ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, রাত ৩টা ১০ মিনিটে আমরা আগুনের বিষয়ে খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে পৌঁছায়। পরে আরও সাতটি ইউনিট যোগ হয়। এখন পর্যন্ত ১২টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের বেগ বুঝে প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনও ধারণা করা যাচ্ছে না।’তেজগাঁওয়ে এপেক্স কারখানায় ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন বলেন, 'তেজগাঁওয়ে অগ্নিকাণ্ড ঘটেছে টায়ার কারখানা ও এপেক্স কারখানায়। তবে আগুনের সূত্রপাত হয়েছে টায়ার কারখানা থেকে।'

ফায়ার সার্ভিসের কর্মকর্তা এখন পর্যন্ত ধারণা করছেন, বয়লার বিস্ফোরণে মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়েছে।