বালিশকাণ্ডে ঠিকাদার আসিফের জামিন

বালিশকাণ্ডপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনে অস্বাভাবিক মূল্যে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২১ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসিফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

পরে দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, আসিফ হোসেনকে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্রয় সংক্রান্ত দুর্নীতির দুই মামলার মধ্যে একটিতে জামিন দিয়েছেন হাইকোর্ট। আমরা এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানাবো। আরেকটি মামলায় আমরা সময় নিয়েছি। আগামীকাল সেটির শুনানি হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ১২ ডিসেম্বর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনে অস্বাভাবিক মূল্যে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়। পাবনায় দায়ের হওয়া এসব মামলায় কারাগারেই আছেন আসিফ হোসেন। তার বিরুদ্ধে দুটি মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার এবং ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ঘটনা ‘বালিশকাণ্ড’ নামে পরিচিতি পেয়েছে।