ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

লাশ

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে রাব্বি (১৬) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক এসআই রিয়াজ মাহমুদ।

তিনি বলেন,  ‘সকালে মহাখালী আমতলী ফ্লাইওভার ব্রিজের নিচে টয়লেট করছিল রাব্বী। তখন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাব্বি একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোর।’

পরিবারের বরাদ দিয়ে এসআই রিয়াজ মাহমুদ জানান,  রাব্বিদের  বাসা মিরপুরের দিয়া বাড়ি এলাকায়।তার মা পেশায় পোশাক শ্রমিক, বাবা আব্দুল মিয়া নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। বাবা-মায়ের একমাত্র সন্তান রাব্বি।  রবিবার (২৫ অক্টোবর) রাব্বি বাসা থেকে বের  হয়ে যায়। রাতে সে বাসায় ফেরেনি। পরে তার খোঁজে  বাবা-মা এলাকায় মাইকিং করেন। কিন্তু তাকে পাননি। পরে সকালে এসে লাশ শনাক্ত করেন।’

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।