আ.লীগ-বিএনপিতে গণতন্ত্র নেই: ডা. জাফরুল্লাহ

received_633335114008972



আওয়ামী লীগ-বিএনপিকে অটো প্রমোশনের পার্টি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, 'কোনও দলে গণতন্ত্র নেই। এবি পার্টিকে গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করতে হবে।'

শুক্রবার (৩০ অক্টোবর) ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র অডিটরিয়ামে এবি পার্টির দিনব্যাপী কর্মশালার শুরুতে এসব কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, 'যারা নতুন ধারার রাজনীতি করতে চান, তাদের দিনকে দিন বলতে শিখতে হবে। রাজনীতিতে পরিবর্তনের জন্য নিজেদের মধ্যে বিতর্ক করতে হবে, সাধারণ জনগণের জন্য কাজ করার চ্যালেঞ্জ নিতে হবে। বঙ্গবন্ধু ৭ই মার্চে সঠিক বক্তব্য দিয়েছেন। একজন রাজনৈতিক নেতা পরিস্থিতি ও জনগণের দাবিকে প্রাধান্য দেবেন এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু শাহ আজিজ, ফজলুল কাদের চৌধুরীদের খোঁজ খবর নিতেন।'

এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. দিলারা চৌধুরী, সাংবাদিক নোমান ইরফান, প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, এরশাদ হোসেন সাজু, অ্যাডভোকেট গোলাম ফারুক, মজিবুর রহমান মন্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া, বিএম নাজমুল হক, সাজ্জাদ হোসেন প্রমুখ।