জেসিআই পুরস্কার পাচ্ছেন তানভীর আহমেদ

122948185_376013160217911_4955041765131866818_n (1)

শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ২০২০ সালের জন্য ‘আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সনস’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ব্যবসা, অর্থনীতি ও উদ্যোক্তা ক্যাটাগরিতে অসামান্য অবদান রাখায় তিনি এই পুরস্কার পাচ্ছেন। আগামী ১৪ নভেম্বর সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানের এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে পুরস্কারটি তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেসিআই এক চিঠির মাধ্যমে খবরটি নিশ্চিত করে।

উল্লেখ্য, প্রতিবছর ১০টি পৃথক ক্যাটাগরিতে উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন খাতের তরুণ নেতৃত্বকে পুরস্কৃত করে জেসিআই। তারই ধারাবাহিকতায় এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তানভীর আহমেদ।

জেসিআই সম্মাননার জন্য মনোনয়ন বিষয়ে তানভীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'জেসিআই বিশ্বের ১৪০টি দেশকে প্রতিনিধিত্ব করে। তরুণ উদ্যোক্তা-ব্যবসায়ী বা বিভিন্ন খাতের উদীয়মান নেতাদের প্রতিবছর সম্মাননা দেয়। তাদের এই স্বীকৃতি অবশ্যই উৎসাহ, আনন্দের এবং একই সঙ্গে অনেক দায়িত্বেরও বটে। আজকে যারা পুরস্কৃত হচ্ছি, আমাদের দেখে দেশের আরও অনেক তরুণ-তরুণী উদ্যোক্তা হিসেবে আত্নপ্রকাশ করবে, দেশের উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা রাখতে উৎসাহিত হবে বলে আমার বিশ্বাস।'