তাহাদের মাদ্রাসা (ফটোস্টোরি)

ছবি: নাসিরুল ইসলামরাজধানী ঢাকার কামরাঙ্গীর চর এলাকায় শুক্রবার (৬ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা।

ছবি: নাসিরুল ইসলামএখানে ১৫০ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য মাওলানা আব্দুল আজিজ হোসাইনি প্রধানসহ ১০ জন শিক্ষক রয়েছেন।

ছবি: নাসিরুল ইসলামআজ থেকে ছয় মাস আগে এই শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় গিয়ে কোরআন পড়ানো হতো। এখন থেকে তারা এই মাদ্রাসায় এসেই পড়াশুনা করতে পারবেন।

ছবি: নাসিরুল ইসলামপ্রতিদিন সকাল ৯ টা থেকে দুই ঘণ্টা করে তারা দলে ভাগ হয়ে কোরআন শিক্ষা নিবেন। কোনও কোনও দলে ১০ থেকে ২০ জন করে রয়েছেন।

ছবি: নাসিরুল ইসলামতারা তাদের সুবিধামতো এসে পড়াশুনা করবেন এই মাদ্রাসাতেই। বিকালে তারা তাদের নিজেদের কাজ করবেন।ছবি: নাসিরুল ইসলাম

বাংলাদেশে এটিই প্রথম তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য মাদ্রাসা।