ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় ফেরানোর স্বপ্ন ছিল বাদল রায়ের: তাপস

বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শেখ ফজলে নূর তাপসবাদল রায়ের স্বপ্ন ছিল ফুটবল ও ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় ফিরিয়ে আনা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সাংবাদিকদের মেয়র বলেন, ‘সেই সময়কার ফুটবলের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যের ধারক-বাহক ছিলেন তিনি। তার একটি স্বপ্ন ছিল, ফুটবল এবং ক্রীড়াঙ্গন সেই ঐতিহ্যের ধারায় ফিরে আসবে।’

বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন শেখ ফজলে নূর তাপসশেখ তাপস বলেন, ‘আমাদের সবার উচিত হবে ফুটবল ও ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নিতে বাদল রায়ের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করা। তাহলেই ফুটবল আবার গর্বের ধারায় ফিরে আসবে।’ 

বাদল রায়ের আত্মার শান্তি কামনা করে ডিএসসিসি মেয়র আরও বলেন,  ‘ফুটবল আবার অতীতের গর্বের ধারায় ফিরে আসলে তার আত্মা শান্তি পাবে।’

বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন শেখ ফজলে নূর তাপসএ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।