অভিজিৎ রায় হত্যা মামলায় ডা. সোহেল মাহমুদের সাক্ষ্যগ্রহণ

অভিজিৎ রায়ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যপক ডা. সোহেল মাহমুদের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত ।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান  সাক্ষীর  জবানবন্দি গ্রহণ  শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ ডিসেম্বর  দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিৎ রায়ের  বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়েই এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়। এনিয়ে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

২০১৯ সালের ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার  সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। তার আগে ওই বছরের ১১ এপ্রিল তিনি অভিযোগপত্র গ্রহণ করেন।

এ মামলার আসামিরা হলো— মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয়।