সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার জন্য আইএসডি'র ভিন্ন উদ্যোগ


প্রতিবছর নভেম্বর মাসে বিশ্বজুড়ে ‘নো শেইভ নভেম্বর মুভমেন্ট’ উদযাপিত হয়ে থাকে। এ মুভমেন্ট উপলক্ষে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) দু’টি অলাভজনক প্রতিষ্ঠানকে (এলইএফ ফর লাইফ ও দ্য রোজি ফাউন্ডেশন ট্রাস্ট) অনুদান সহায়তা দেওয়ার উদ্দেশ্যে মাসব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করেছে। সোমবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

আইএসডি জানায়, নভেম্বর মাসে বিশ্বজুড়ে পুরুষদের প্রস্টেট ক্যানসার, টেস্টিক্যুলার ক্যানসার এবং সুইসাইড এর মতো বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পুরুষরা গোঁফ রাখেন। বিগত বছরগুলোর মতো, নভেম্বর মাসজুড়ে ‘নো শেইভ নভেম্বর মুভমেন্ট’ উদযাপন উপলক্ষে আইএসডি কমিউনিটির অনেক সদস্য গোঁফ বড় করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারী সদস্যরা চলতি মাসের শুরুতে ক্লিন-শেভ করে  তাদের গোঁফ বড় করতে থাকেন। মুভমেন্টটির সমর্থনে স্কুলটি সবাইকে তহবিলে অর্থ সহায়তা দেয়ার আহ্বান জানায়। বর্তমানের প্রতিকূল সময়ে এনজিওগুলো শিশুদের সহায়তার ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতিতে, আইএসডি স্কুল তাদের ক্যম্পেইনের মাধ্যমে সংগ্রহকৃত অর্থ অনুদান সহায়তা হিসেবে দু’টি সংস্থাকে প্রদান করবে।

এ নিয়ে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার প্রাইমারি প্রিন্সিপাল থমাস ভ্যান ডার উইলেন বলেন, ‘এই অভূতপূর্ব সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করার জন্য মুভমেন্ট উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইনে যারা অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে এগিয়ে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’