রিয়াদ মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবস উদযাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ শাখার বিজয় দিবস উদযাপন





সৌদি আরবে রিয়াদ মহানগর ও জেলা স্বেচ্ছাসেক লীগ সুদৃশ্য কেক কেটে যৌথভাবে মহান বিজয় দিবস পালন করেছে। ১৬ ডিসেম্বর রাতের এই আয়োজনে মহানগর ও জেলা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য মো. রফিকুল হায়দার ভূঁইয়া। সভাপতিত্ব করেন মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা অর্জনে আত্মদানকারী সকল শহিদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন বক্তারা। এসময় মহান বিজয় অর্জন এবং তা রক্ষায় প্রবাসে অবস্থান করে সর্বোতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তারা। বক্তারা বলেন, সৌদি আরবের রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের এই দুই সংগঠন সম্মিলিতভাবে আগামী দিনে সাধারণ প্রবাসীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে একনিষ্ঠভাবে কাজ করবে।
রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন দুই সংগঠনের বিজয় দিবস আয়োজনকে সময়ের উৎকৃষ্ট উদাহরণ উল্লেখ করে বর্তমান কোভিড সংকটে প্রবাসীদের সময়োপযোগী সহায়তায় কাজ করার অঙ্গীকার করেন।
এতে বক্তব্য রাখেন মহানগরের সহসভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, মোশাররফ হোসেন মিন্টু, জেলা আরবাইন শাখার সভাপতি আব্দুল আলিম বেপারী, ভারপ্রাপ্ত সা. সম্পাদক মো. কামাল শরিফ, নজরুল ইসলাম হাওলাদার, এনামুল হক সুমন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য রফিকুল হায়দার ভূঁইয়া বলেন, কেন্দ্র থেকে অনুমোদিত সৌদি আরবের এই দুই শাখা সংগঠনের প্রবাসীদের সেবায় অনেক কিছু করার আছে। তিনি আশা প্রকাশ করেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক দূতাবাসে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তা সুসংহত করার জন্য সৌদি প্রবাসীদের সহযোগিতায় মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একযোগে কাজ করবে।
এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার দেশ-উন্নয়নকে ‘পৃথিবীর মানুষের কাছে অবিস্মরণীয়’ উল্লেখ করে প্রবাস থেকে এই উন্নয়নে অংশীদার হতে সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের বিজয় এবং দেশ-উন্নয়ন দুটিই পরস্পর অভিন্ন কর্ম-প্রত্যয়। এ দুটি সমান্তরালভাবে সমুন্নত রাখতে পারলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা আর বেশি দূরে নয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সা. সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম ও মহানগর শাখার সহসভাপতি ফয়েজ উদ্দিন লাভলু।