বরিশালের ৬ পৌরসভায় বিপুল ব্যবধানে আওয়ামী লীগ বিজয়ী

বরিশাল

জেলার ছয় পৌরসভায় বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছেন স্থানীয় রিটার্নিং অফিসার। প্রতিটি পৌরসভার নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মো. কামাল উদ্দিন খান নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর হোসেন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৬৭ ভোট, বিএনপি মনোনীত গিয়াস উদ্দিন দিপেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৮৬ ভোট।

গৌরনদী পৌরসভায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. হারিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৯৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত শফিকুর রহমান শরীফ স্বপন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৬ ভোট।

মুলাদীতে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী শফিক উজ্জামান রুবেল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৩৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত আসাদ মাহমুদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৬ ভোট।

বানারীপাড়ায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মাহাবুবুর রহমান মাস্টার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৩ ভোট।

বাকেরগঞ্জে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন আন্দোলন এর হেমায়েত উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১২৯৮ ভোট, বিএনপি মনোনীত মতিউর রহমান মোল্লা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৯৭ ভোট।

উজিরপুরে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শহীদুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৩৯ ভোট।

/এফএএন/