করোনার অজুহাতে হোটেল শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি

মহামারি করোনার অজুহাতে স্টার হোটেলসহ সব আবাসিক হোটেলের শ্রমিকদের ছাঁটাই, নির্যাতন ও চাকরিচ্যুতসহ সব ধরনের শ্রম আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ইউনিয়নের নেতারা এ দাবি জানান।

সমাবেশে সংগঠনটির সভাপতি আক্তারুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশের শ্রম আইন আজ পর্যন্ত পুরোপুরি কার্যকর সম্ভব হয়নি। হোটেল শ্রমিকরা শ্রম আইন বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছে। একই বিষয়ে করোনাকালে আমরা সরকারি বিভিন্ন দফতরে লকডাউনের মধ্যে মজুরি বন্ধ না করার জন্য চিঠি দেই। এমনকি প্রধানমন্ত্রীর দফতরে স্মারকলিপি দিয়েও আমরা এর কোনও সমাধান পাইনি।’

তিনি আরও বলেন, ‘হোটেল শ্রমিকদের দিয়ে ১৮ ঘণ্টাও ডিউটি করিয়েছে, কিন্তু মজুরি তেমন দেয়নি। তাদের ব্যবসা আগের মতো চললেও তারা শ্রমিকদের বেতন দিচ্ছে না। তাই আজ আমরা আজ মাঠে নামতে বাধ্য হয়েছি। শ্রমিকদের আইন বাস্তবায়নের জন্য আমরা লাগাতার আন্দোলন করে যাবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের, ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, ওয়েস্কো গার্মেন্টস অ্যান্ড ফ্যাক্টরির সভাপতি প্রকাশ দত্ত ও স্টার হোটেলের কর্মচারীরা। সমাবেশ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল শুরু করেন।