শাহজালালে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারফেরত এক যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা তিন কেজির বেশি সোনা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা এই সোনা জব্দ করেন। কাস্টমস গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের তথ্য পান কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। এরপর কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরে  নজরদারি বৃদ্ধি করেন। মঙ্গলবার বিকালে কাতার থেকে আসা কিউআর৬৩৮ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে আগত যাত্রীদের ওপর নজরদারি বাড়ানোসহ তল্লাশি করা হয়। এসময় নজরুল ইসলাম নামে এক যাত্রীর গতিবিধি সন্দেহ হয়। তাকে সোনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে লুকানো অবস্থায় ৩০টি সোনার বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়।’

তিনি জানান,  উদ্ধার করা সোনার ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।  আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।