পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া: বিএনপির ৬৯ নেতাকর্মীর আগাম জামিন

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খোরসেদ আলমসহ ৬৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২২ ফেব্রুয়ারি এসব নেতাকর্মীকে চাঁদপুরের দায়রা আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (২০জানুয়ারি) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন।

এর আগে এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গত ১২ জানুয়ারি চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। ওই ঘটনায় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দুইজন পুলিশ সদস্য আহত হন।

এরপর গত ১৩ জানুয়ারি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ১০৯ জনকে আসামি করে হাজিগঞ্জ থানায় মামলা করে পুলিশ। তাদের মধ্যে ৬৯ জন হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন। সে আবেদনের শুনানি নিয়ে তাদের জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট।