বেবিচকের তৈরি সফটওয়্যারের প্রশংসা

কো-আপারেটিভ ডেভেলপমেন্ট ফর অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারওর্দিনেস প্রোগ্রাম-সাউথ এশিয়ার (কসক্যাপ-এসএ) ২৮তম স্টিয়ারিং কমিটির সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তৈরি ডাটা বেজ সংক্রান্ত সফটওয়্যার ‘ইলেকট্রনিক কসক্যাপ ক্যাপাসিটি বিল্ডিং ম্যাট্রিক্স’ নিয়ে প্রশংসা করা হয়। একইসঙ্গে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।

বুধবার (২০ জানুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ -বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯-২০ জানুয়ারি কসক্যাপ-এসএ’র ২৮তম স্টিয়ারিং কমিটির সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য আফগানিস্তান,বাংলাদেশ, ভুটান,ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া আইকাও সদর দফতর, আইকাও এশিয়া প্যাসেফিক অফিস,ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন,বোয়িং,ইয়াসা,ইফাআলফা,সিভিল এভিয়েশন অথরিটি অব ফ্রান্সের মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

সভায় সভাপতিত্ব করেন কসক্যাপ-এসএ’র  চেয়ারম্যান ও নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক রাজন পোখরেল।

স্টিয়ারিং কমিটির সভায় কসক্যাপ-এসএ’র রেগুলেটরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সংগঠনের রেগুলেটরি কার্যক্রম যেমন- অডিট, পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া কসক্যাপ-এসএ এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার মিস মারি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তৈরি সফ্টওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সফটওয়্যারটি কসক্যাপ-এসএ কর্তৃক ব্যবহারের জন্য উন্মক্ত করা হয়, যা ক্রমান্বয়ে  বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলোতেও ব্যবহৃত হবে। সভায় এই সফ্টওয়্যার তৈরির  জন্য বাংলাদেশের প্রশংসা করা হয় এবং বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।

কসক্যাপ-এসএ এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার সভায় আরও জানান, সফ্টওয়্যারটির কার্যকারিতা পর্যবেক্ষণ করে    আইকাও এশিয়া প্যাসেফিক অঞ্চলের ৩৭টি দেশে   এটি ব্যবহারের সিদ্ধান্ত হয়। আইকাও ল্যাটিন আমেরিকা ও সাউথ আমেরিকা অঞ্চলের দেশগুলো ভবিষ্যতে  আইকাও’র  সদস্য ১৯৩টি দেশে এর ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। বেবিচক চেয়ারম্যান সভায় জানান, এই সফ্টওয়্যারটির মান উন্নয়ন,সম্প্রসারণ,রক্ষাণাবেক্ষণ ও অপারেটর/অ্যাডমিনিস্ট্রেটরদের প্রশিক্ষণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  সম্পন্ন করবে।