৬৩ কেজি সোনা চোরাচালান: ৩ জনের ১৪ বছরের কারাদণ্ড

রাজধানীর বিমানবন্দরে পাচার হয়ে আসা ৬২ কেজি ৭৭৪ গ্রাম সোনা উদ্ধারের মামলায় তিন জনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন বিচারক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ষষ্ঠ অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট  আদালতের পেশকার খায়রুল আলম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামান।

২০১৮ সালের ৪ অক্টোবর মামলটির অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে ২ ফেব্রুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬২ কেজি ৭৭৪ গ্রাম স্বর্ণের বার সহ আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে ওই তিন সোনা চোরাচালানকারীকে আসামি করে রাজধানীর বিমানবন্দর থানায় ২০১৫  সালের ৩ ফেব্রুয়ারি সহকারী রাজস্ব কর্মকর্তা মামলাটি দায়ের করেন।