পুলিশের নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে নবীনবাগ এলাকায় পুলিশের নির্মাণাধীন বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে মো. রাকিব (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ১৪ তলা ভবনটি বাংলাদেশ পুলিশের কয়েকজন সদস্য মিলে বানাচ্ছিলেন। শনিবার (৩০ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রাকিবকে উদ্ধার করে নিয়ে আসা ভবনের শ্রমিক মো. আরিফ জানান, রাকিব দেড় মাস ধরে নির্মাণাধীন এই ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলেন। আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে ওই ভবনের দেয়ালে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার এসআই মাকছেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা মিলে খিলগাঁওয়ের নবীনবাগে এ ভবনটি নির্মাণ করছেন। যা পুলিশ প্রজেক্ট নামে এলাকায় পরিচিত। আজ সকালে (৩০ জানুয়ারি) সেখান থেকেই কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে রাকিবের মৃত্যু হয়।

নিহত রাকিব নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই গ্রামে‌। বাবা মৃত সোলাইমান হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এ এস আই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।