রামপালে ভ্যাকসিন পেতে নিবন্ধনে সহায়তা করবে ‘আমাদের গ্রাম’ 

বাগেরহাট জেলার রামপালে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাদের গ্রাম’ নির্ভুলভাবে করোনা টিকার নিবন্ধনে সহায়তা দিতে একটি সেবা চালু করেছে। ওই এলাকার বাসিন্দা যে কেউ সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে ০১৭৩০০১৩৭০৫ নম্বরে যোগাযোগের মাধ্যমে সময় নির্ধারণ করে, বা সরাসরি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ‘আমাদের গ্রাম কেন্দ্রে’ এসে সম্পূর্ণ বিনামূল্যে এই নিবন্ধন সেবা নিতে পারবেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি)  আমাদের গ্রাম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, নিবন্ধন শেষ হলে একটি কার্ড ইস্যু করা হবে টিকা গ্রহীতার  নামে।  এই কার্ডও আমাদের গ্রাম প্রকল্প বিনামূল্যে প্রিন্ট করে দেবে।  টিকা গ্রহণের দিন কার্ডটি কেন্দ্রে নিয়ে আসতে  হবে।   টিকা প্রদানের তারিখ সরকারি কর্তৃপক্ষ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে।