অবৈধ ৭ তলা ভবন ভেঙে দিলো বিআইডব্লিউটিএ

সদরঘাটের পাশে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা একটি অবৈধ সাত তলা ভবন ভেঙে ফেলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সদরঘাটের পূর্ব পাশে অবস্থিত ভবনটি ভেঙে ফেলা হয়।

সোমবার এই ভবনটিসহ ৩৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, ‘অভিযানে একটি সাত তলা ভবন, পাঁচটি আধাপাকা টিনশেড ঘর, ১২টি দোকান, ২টি বড় গুদাম ও ১৮টি টং ঘর ভাঙা হয়।’

রেজাউল করিম বলেন, ‘সাত তলা ভবনটির ৩০ ফুট নদীর সীমানার মধ্যে গড়ে তোলা হয়েছিল। তাই বিআইডব্লিউটিএ অবৈধ অংশ চিহ্নিত করে ভেঙে দিয়েছে।'