ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়। পরে শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড় ঘুরে পুনরায় শাহবাগ মোড়ে বিরতি নেয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র নেতারা।

সমাবেশে থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়। কর্মসূচিগুলো হলো— আগামী ১ মার্চ সারাদেশে বিক্ষোভসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও। ৩ মার্চ বেলা ১১টায় দল-মত নির্বিশেষে প্রেস ক্লাবে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা।

বিক্ষোভ সমাবেশে তারা তিনটি দাবি উপস্থাপন করেন। এগুলো হলো— ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। কারাগারে লেখক মুশতাকের পরিকল্পিত হত্যার বিচার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক, সাংবাদিক, সাহিত্যিক, কার্টুনিস্টসহ যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এ সময় গতকাল মশাল মিছিলে গ্রেফতারকৃতদের নিঃশর্তে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়। 

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘লেখক মুশতাক আহমেদের মৃত্যুর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন দায়ী। অবিলম্বে এ আইন বাতিল করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে গতকালের মশাল মিছিল থেকে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের নামে করা পুলিশের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারাদেশ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

/আইএ/