ছয়টি বইসহ হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সূত্রাপুর থানার সুভাষ বোস এভিনিউয়ের ডিআইটি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আতিকুর রহমান, মাকসুদুর রহমান ও এস এম সজিব।

পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে সাইয়েদ আবুল আ’লা মওদূদীর লেখা পাঁচটি বই, স্পাইরাল বাইন্ডিং করা একটি বই, মাসিক রিপোর্ট একটি (১১ পাতা), বার্ষিক রিপোর্ট (২০১৯-২০) একটি এবং MAXPRO লেখা একটি সাদা প্যাড উদ্ধার করা হয়।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃতদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার তাদের আটক করা হলেও শুক্রবার তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়। তারা নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর সংগঠনের সমর্থক। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিনষ্ট করাসহ দেশকে অস্থিতিশীল করে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে নাশকতামূলক কার্যক্রমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে।