বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ডাচ ভাষায় অনুবাদ

নেদারল্যান্ডসের জনগণকে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন, কর্ম এবং মূল্যবোধ সম্পর্কে অবহিত করার প্রয়াসে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি ডাচ ভাষায় অনুবাদ করিয়েছে বাংলাদেশ দূতাবাস। আগামী ১৭ মার্চ বইটির মোড়ক উন্মোচন করা হবে।

রবিবার (৭ মার্চে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসে ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন  রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।

নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসে ভার্চুয়াল আলোচনা সভা

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথভাবে উদযাপন এবং এ উপলক্ষে নেদারল্যান্ডসের প্রসিদ্ধ কোনও বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর দর্শন,জীবন ও কর্মের ওপরে গবেষণার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপনের পরামর্শ নিয়ে এগিয়ে আসার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।