বর্ণিল আতশবাজিতে ‘দাবায় রাখতে না পারার’ উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের এই দিনে পাকিস্তানি শোষকদের উদ্দেশ্যে বলেছিলেন ‘সাড়ে সাত কোটি মানুষকে আর দাবায়া রাখতে পারবা না।' সেই তর্জনী দেখানো হুংকার এনে দিয়েছিল বাংলার মুক্তিকামি মানুষের সংগ্রাম আর পৃথিবীর বুকে জেগেছিল বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের মানচিত্র। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এখন বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। সেটিকে স্মরণীয় করতে উদযাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

রবিবার (৭ মার্চ) রাতে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এক বর্ণিল আতশবাজি, ফানুশ এবং ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। এই উদযাপনের নাম দেওয়া হয় ‘দাবায় রাখতে পারবা না’।

157089133_257199119244258_8191682489528285799_nরাতে এই আয়োজনে সামিল হন তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ,  তথ্য প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসানসহ আওয়ামী লীগের কয়েকজন নেত্রীবৃন্দ। উদযাপন উপলক্ষে গুলশান ইয়ুথ ক্লাব মাঠকে সাজানো হয় নানা আলোয়। মাঠে দর্শকদের বসার জায়গা করা হয় আর স্টেজে একটি বড় ডিসপ্লেতে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানো হয়।

এর আগে ফানুস উড়িয়ে উদযাপনের সূচনা করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম বলেন, আজকে আমরা কেউ বক্তব্য দিব না। আজকে আমরা উদযাপন করব, উদযাপন দেখব। স্বাধীনতার ৫০ বছর তাই আমরা ৫০ মিনিট ধরে আতশবাজি হবে। এখন মাত্র শুরু এই উদযাপন। এটি আমাদের আজকে মূল উদ্দেশ্য। এসময় আতশবাজি শুরু হলে তিনি বলেন – আমাদের দাবায় রাখতে পারব না। আজকে আমাদের কেউ বক্তব্য দিবে না, বক্তব্য হচ্ছে ৭ মার্চের ভাষণ। এটি আমাদের অনুপ্রেরণা।

এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের ৭২টি স্থানে আতশবাজি উৎসব উদযাপন করা হবে বলে জানানো হয়।

ছবি: নাসিরুল ইসলাম