নারী দিবসে ‘আঁধার ভাঙার শপথ’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘আঁধার ভাঙার শপথ’ নেওয়ার একযুগ পূর্ণ করেছে আমরাই পারি পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোট(উই ক্যান)। রবিবার দিবাগত রাতে (৮ মার্চ) নারীর প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে 'নারীর চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করে মনের আঁধার, রাতের আঁধার নয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই আয়োজন করে সংগঠনটি।

মোমবাতি প্রজ্জ্বলনের পর গত একবছরে নারী নির্যাতনে মৃত সকল নারীদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য প্রতি বছরের ন্যায় আঁধার ভাঙার শপথ নেন তারা।

157052929_2647352268899402_6973666523552193942_nএসময় উপস্থিত ছিলেন সংগঠনটির জাতীয় কমিটির সদস্য এমভি আখতার, মিডিয়া অফিসার মার্জিয়া প্রভা, অনালাইনে যুক্ত ছিলেন আমরাই পারি জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক, মহিলা বিষয়ক অধিদফতরের সভাপতি মেহের আফরোজ চুমকি, জেলা জোটের সদস্য, আইনজীবী জোটের সদস্য, স্টুডেন্ট চেইঞ্জ মেকাররা।

গত ১১ বছর ধরে নারী দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই আঁধার ভাঙার নিয়ে আসছে সংগঠনটি।

সংগঠনটি বাংলাদেশে নারী নির্যাতন বন্ধে নাগরিক সমাজ, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় প্লাটফর্মটি প্রস্তুত হয়েছে। নারী নির্যাতনের সামাজিক গ্রহণযোগ্যতা হ্রাস করার মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী পুরুষ সমতা নিশ্চিত করা এবং বাংলাদেশকে নারীর জন্য অধিকতর নিরাপদ স্থানে পরিণত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের ৪৮টি জেলায় ‘আমরাই পারি জোট’ নারী নির্যাতন বন্ধে কাজ করছে।

158122929_256445312863329_1917457205980168435_n
বর্তমানে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত আছে ৩৯টি নেতৃত্বদানকারী সংস্থা, ৩৪ জেলার স্টুডেন্ট চেঞ্জমেকার প্রতিনিধি, আমারাই পারি আইনজীবী জোট এবং প্রায় ২০০টির মতো শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান এবং প্রায় ১১ লাখ পরিবর্তনকামী সাধারণ মানুষ বা চেঞ্জমেকার।