আন্তর্জাতিক নারী দিবসে হাইকোর্টের ভিন্ন উদ্যোগ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিচার কার্যের শুরুতে ৮ জন নারী আইনজীবী ও বিচার প্রার্থীকে মামলার শুনানিতে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। 

সোমবার (৮ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এই আটজন আইনজীবী ও বিচারপ্রার্থীই ছিলেন নারী।

এদিন সংশ্লিষ্ট কোর্টের কার্যতালিকা (কজলিস্ট) অনুসারে শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা শুনানির কথা থাকলেও দিনের শুরুতে আটজন নারী আইনজীবী ও বিচারপ্রার্থীর মামলার শুনানিতে সুযোগ দেন আদালত।

গত বছর ৮ মার্চ বিকাল ৩-৪ পর্যন্ত শুধু নারী আইনজীবীদের শুনানির সুযোগ দিয়েছিলেন উক্ত হাইকোর্ট বেঞ্চ।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তজার্তিক স্বীকৃতি পায় নারী দিবস। সেই থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।