‘বাংলাদেশের উন্নয়ন বঙ্গবন্ধুর রাষ্ট্র-দর্শনের ফসল’

বাংলাদেশের আজকের বিস্ময়কর আর্থ-সামাজিক উন্নয়ন বঙ্গবন্ধুর অসাধারণ রাষ্ট্র-দর্শনেরই বাস্তব ফসল বলে মনে করেন দেশি ও বিদেশি কূটনীতিকরা।

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ব্রাসেলসে এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ এবং দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে তিনি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের স্বাধীনতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহাকাব্যিক সংগ্রাম’ শীর্ষক প্যানেল আলোচনা রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ম্যাকলারটি অ্যাসোসিয়েটসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাষ্ট্রদূত তেরেসিটা সি. শ্যাফার, ভারতের প্রথিতযশা সাংবাদিক ‘দি পাইওনিয়র’ পত্রিকার কনসালট্যান্ট এডিটর হিরন্ময় কারলেকার, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিস-এর পরিচালক রাষ্ট্রদূত তারিক আহমদ করিমসহ অনেকে।