লঞ্চডুবির ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ‘সাবিত আল হাসান’ নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চডুবির ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

রবিবার (৪ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করে এ কমিটি করা হয়।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় ‘সাবিত আল হাসান’ নামের একতলা লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা অপর একটি মালবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, এরইমধ্যে ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী অগ্রীম দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন:

ডুবে যাওয়া লঞ্চ থেকে এক নারীর লাশসহ ১১ জনকে উদ্ধার