কৃষির উন্নয়নে ১০০ গ্রামে প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভবিষ্যতে কৃষি ও কৃষকদের উন্নয়নে পাইলট প্রজেক্ট হিসেবে ১০০ গ্রামকে বেছে নেওয়া হচ্ছে।  সেগুলোকে ডিজিটাল গ্রামে পরিণত করা হবে এবং ডিজিটাল কৃষি ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কৃষিতে ব্যাপক উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১০০টি ডিজিটাল গ্রামে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সেখানে মাটির গুণগত মান নিশ্চিত করার জন্য আমরা ইন্টারনেট অব থিংস, প্রযুক্তি ডিভাইস ব্যবহার করবো।  পশু পালন, মৎস্য চাষে উৎপাদন বৃদ্ধির জন্য ড্রোন, বিগডাটা, ইন্টারনেট অব থিংস এবং এআই— এ ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধির দিকে আমরা গবেষণা নিশ্চিত করে, প্রযুক্তি ব্যবহার করতে নতুন একটি প্রকল্প গ্রহণ করেছি।’

কৃষিতে প্রযুক্তির ব্যবহার করে ১৭ কোটি মানুষের চাহিদা মিটিয়ে সারা বিশ্বে কৃষিপণ্য রফতানি করার চেষ্টা করা হবে বলে জানান জুনাইদ আহমেদ পলক।