প্রবাসী কর্মীদের সব দেশে যেতে বাধা নেই, তবে...

বাংলাদেশে থেকে বিশ্বের যে কোনও দেশে যেতে পারবেন প্রবাসীরা। এ বিষয়ে আবারও নতুন নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। লকডাউনে ১৪ থেকে ২০ এপ্রিল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করায় প্রবাসী কর্মীদের কাজে ফেরার অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে দাবির মুখে ৫টি দেশে ১২টি এয়ারলাইন্সের মাধ্যমে ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার অনুমতি দেয় বেবিচক।

এবার এই ১২টি এয়ারলাইন্সের মাধ্যমে ওই ৫ দেশে ট্রানজিট হয়ে বিশ্বের অন্যান্য দেশেও যেতে পারবেন প্রবাসীরা। এমন নির্দেশনা জারি করেছে বেবিচক।

বেবিচক জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে সরাসরি ফ্লাইট চালাতে পারবে ১২টি এয়ারলাইন্স । এই এয়ারলাইন্সগুলো হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই ও সিঙ্গাপুর এয়ারলাইন্স।

নতুন করে চীনেও ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেবিচক। ২১ এপ্রিল থেকে এই ১২ এয়ারলাইন্স ৫টি দেশে ট্রানজিট হয়ে অন্য দেশেও যাত্রী নিতে পারবে। তবে এক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া, উড়োজাহাজের যাত্রী বহনের শর্ত পরিবর্তন করা হয়েছে। ছোট উড়োজাহাজে কোনও বাধ্যবাধকতা নেই। তবে বড় উড়োজাহাজে ২৮০ জন যাত্রী নেওয়া যাবে। এছাড়া বোয়িং ৭৭৭ এবং ৭৪৭ উড়োজাহাজে ৩৫০ জন যাত্রী নেওয়া যাবে। ২১ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।