মুসা ম্যানশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

পুরান ঢাকার আরমানিটোলা হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। অধিদফতর সদরের উপ-পরিচালক (উন্নয়ন) নূর হাসান আহমেদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্য  হিসেবে থাকবেন ফায়ার সার্ভিসের জোন-১ এর উপসহকারী পরিচালক এবং সংশ্লিষ্ট ওয়ারহাউজের দুজন পরিদর্শক।

শুক্রবার (২৩ এপ্রিল) তদন্ত কমিটি গঠন বিষয়ে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া নূর হাসান আহমেদ। নূর হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে জানার চেষ্টা করবো। এছাড়া হাজী মুসা ম্যানশনে যে কেমিক্যাল গোডাউনে ছিল তার কোনও অনুমতি ছিল কিনা কিংবা রাখার পরিবেশ ছিল কিনা, এ বিষয়গুলোও খতিয়ে দেখবো।’

তিনি বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত তা আমরা তদন্ত করে দেখবো। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তে উঠে আসবে। এখানে কারও গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখা হবে।’