বিমানবন্দরে যাত্রীদের ইফতার দিচ্ছে আমর্ড পুলিশ

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের ইফতার দিচ্ছে বিমানবন্দর আমর্ড পুলিশ। প্রতিদিন মাগরিবের আজানের আগমুহূর্তে আগমনী ও বহির্গমন টার্মিনালে ইফতার বিতরণ করা হয়।

জানা গেছে, ঠিক ইফতারের আগমুহূর্তে অনেক যাত্রী দেশে ফেরেন। অন্যদিকে বিদেশগামী ও দেশেফেরা যাত্রীর স্বজনরাও অপেক্ষা করেন টার্মিনালগুলোতে। অনেকের পক্ষেই ইফতার সংগ্রহ করা সম্ভব হয় না। এ কারণে যাত্রী ও যাত্রীর স্বজনদের ইফতার দিচ্ছে বিমানবন্দর আমর্ড পুলিশ। বিমানবন্দরের আমর্ড পুলিশকে এ আয়োজনে সহায়তা করছে আল খায়ের ফান্ডেশন।

.সোমাবার (২৬ এপ্রিল) বিমানবন্দরের টার্মিনালে দেখা যায়, অপেক্ষারত স্বজনরা সারিবদ্ধভাবে ইফতার সংগ্রহ করছেন। রাতে সৌদি আরব যাবেন নোয়াখালীর আমজাদ হোসেন। কিন্তু সঙ্গে পানি ছাড়া কিছুই ছিল না তার। মাগরিবের আজানের আগমুহূর্তে ইফতার পেয়ে ধন্যবাদ জানান পুলিশ সদস্যদের। আব্দুর রহমান বলেন, ‘ইফতার নিয়ে চিন্তায় ছিলাম। সঙ্গে পানি আছে। বিস্কুটও আছে। কিন্তু পুলিশের ইফতার পেয়ে ভালো লাগছে।’

.ইফতার আয়োজন প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিগত বছরের মতো এবারও আমরা ইফতার বিতরণ করছি। ইফতারের মুহূর্তে অনেক যাত্রী ও তাদের স্বজনরা বিমানবন্দরে থাকেন, কিন্তু সবার পক্ষে ইফতার সঙ্গে আনা সম্ভব হয় না। আবার পাশেপাশেও পর্যাপ্ত ইফতারের দোকানও নেই। এ জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে।’