বৃষ্টি কবে...

বৈশাখের ১৪ দিন পার হতে চললেও দেখা নেই ঝড়-বৃষ্টির। তীব্র তাপদাহে রোজ রেকর্ড ভাঙতে চাইছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার (২৭ এপ্রিল) আবহাওয়া অধিদফদরের ওয়েবসাইটের হোমপেজে ঢুকতেই সেই আঁচ গায়ে লাগবে। দেখা গেছে, রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা। বৃষ্টিপাত : ০ মি.মি। তাহলে এই গরমের শেষ কোথায়, বৃষ্টি কবে হবে?

খুব আশার বাণী না শুনালেও পূর্বাভাস বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহ শেষে বৃষ্টির দেখা মিলতে পারে।

এছাড়া আগামী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। পরিবর্তন দেখতে এখনও কয়দিন অপেক্ষা করতে হবে। সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তখন কমতে পারে দিনের তাপমাত্রা।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।