পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের নির্মাণ শৈলি (ফটোস্টোরি)

করোনা মহামারির মধ্যেও এগিয়ে চলছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ। প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডে দিন রাত চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে প্রল্পের সার্বিক অগ্রগতি ৪১.৫০ শতাংশ। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করতে মরিয়া কর্তৃপক্ষ। তাই প্রখর রোদের মধ্যেও কাজ করছেন প্রকল্পের দক্ষ শ্রমিকরা। প্রকল্পের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি)।

.প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, প্রকল্পের স্প্যান, এমব্যাংকমেন্ট, মেজর ব্রিজ, কালভার্ট বা আন্ডারপাস, প্রিকাস্ট বক্সগার্ডার সেগমেন্ট, ভায়াডাক্ট, পিয়ার, এব্যাটমেন্টসহ অন্যান্য নির্মাণকাজ চলছে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্পের কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রকল্প এলাকা ঘুরে ছবি তুলেছেন বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক শাহেদ শফিক।.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.