‘কেন কমছে না নারী নির্যাতন’ শীর্ষক ওয়েবিনার শুরু

দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন-মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শুরু হলো - ‘জেন্ডার দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষিত: নারীর গতিশীলতা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কেন নারী নির্যাতন কমছে না’ শীর্ষক ওয়েবিনার। সোমবার (৩ এপ্রিল) দুপুরে এই আয়োজন অনলাইনে শুরু হয়। এতে সঞ্চালনা করছেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। 

এই অনলাইন আলোচনায় অতিথি হিসেবে যুক্ত আছেন – মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক কাবেরি গায়েন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মির্জা তাসলিমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক জাকির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক বখতিয়ার আহমেদ।

ওয়েবিনারটি বাংলা ট্রিবিউনের পেইজে সরাসরি প্রচার করা হচ্ছে।