বেতন-বোনাস ও ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঈদের ছুটি এক সপ্তাহ ও বেতন-বোনাস পরিশোধের দাবিতে মিরপুরের গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। শনিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার পর থেকে  মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে। এসময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল রাস্তায়। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যরা।

রাস্তায় অবস্থান নিয়ে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকরা অভিযোগ করেন, ঈদের মাত্র কয়েকদিন বাকি এখনও তাদের বেতন বোনাস মেলেনি। দুই-একদিনের মধ্যে না দিলে ঈদের কেনাকাটা করাও সম্ভব নয়। এছাড়া, ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে বাড়ি যাওয়া সম্ভব নয়। তাই ছুটি বাড়ানোর পাশাপাশি গণপরিবহন চালুর দাবি করেন শ্রমিকরা।

রাস্তায় অবস্থান নিয়ে শ্রমিকদের বিক্ষোভ

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, বেতন-বোনাস ও ছুটি বাড়ানোর দাবিতে মিরপুরে রাস্তায় অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। কিছু সময় সড়ক আটকে তারা অবস্থান করে। তবে আমরা শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করছি। অনেকেই রাস্তা ছেড়ে চলে গেছেন। কয়েকজন এখনও অবস্থান করছেন। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি।