ফেরার যুদ্ধে উপেক্ষিত স্বাস্থ্যবিধি (ফটো স্টোরি)

করোনা মহামারির এ সময়ে সংক্রমণরোধে নিজ নিজ অবস্থানে থাকার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছে সরকার। তবু ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়কে। এ অবস্থায় সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (৮ মে) থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে সকাল থেকেই ফেরিঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ অবস্থায় কুঞ্জলতা নামের একটি ফেরি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে ভিড়তেই শতশত যাত্রী সেই ফেরিতে উঠে যায়। একপর্যায়ে বাধ্য হয়েই নিষেধাজ্ঞার মধ্যেই যাত্রী বোঝাই ফেরিটি বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হয়। পরে ফেরি চলাচল বন্ধ রাখার সরকারি নির্দেশনার মধ্যেও শিমুলিয়া-বাংলাবাজার রুটে তিনটি ফেরি চলাচল করেছে। সকাল ৯টায় ফেরি কুঞ্জলতা, দুপুর সাড়ে ১২টায় এনায়েতপুরী ও দুপুর পৌনে ১টায় রোরো ফেরি শাহ পরাণ শিমুলিয়া ঘাট ছেড়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।

বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলামের ক্যামেরায় ধরা পড়েছে শিমুলিয়া ঘাট এলাকায় পার হওয়ার অপেক্ষায় থাকা যাত্রী ও ফেরিতে করে তাদের পারাপারের চিত্র...

 

ছবি: নাসিরুল ইসলাম