গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের বাড়ি হস্তান্তর

গেজেটভুক্ত গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের ৪৮টি বাড়ি হস্তান্তর করেছে সেনাবাহিনী। আরও  ৪৪টি বাড়ি নির্মাণাধীন আছে। নির্মাণ শেষে সেগুলোও হস্তান্তর করা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বগুড়া সেনানিবাসের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে বাড়ি নির্মাণ করে রাজশাহী জেলার গৃহহীন বীর সেনা মুক্তিযোদ্ধা সার্জেন্ট মো. শাহজাহান আলীর (অবসরপ্রাপ্ত) কাছে বৃহস্পতিবার (২০ মে) একটি বাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে বগুড়া সেনানিবাস তিনটি বাড়ি নির্মাণ শেষে গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের হস্তান্তর করে এবং বর্তমানে আরও দু’টি বাড়ি নির্মাণাধীন রয়েছে।

এছাড়া বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশন আশ্রয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় গৃহহীন পরিবারের মধ্যে ৪৪টি বাড়ি হস্তান্তর করেছে। বর্তমানে আরও  ৪৪টি বাড়ি নির্মাণাধীন রয়েছে।