হেফাজত নেতা ইকবাল হোসেনের মৃত্যু স্বাভাবিক নয়: ছাত্র ফ্রন্ট

কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন হেফাজত নেতা  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ইকবাল হোসেনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শুক্রবার (২১ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার এ ঘটনার বিচার দাবি করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ মে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হেফাজত নেতা ইকবাল হোসেন। কারা কর্তৃপক্ষ বিকাল ৩টায় তার মৃত্যু হয় বলে পরিবারকে জানায়। তিনি ছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি।

ছাত্রফ্রন্ট মনে করে, ইকবাল হোসেনের মৃত্যু বিরোধী মতকে স্বৈরতান্ত্রিক কায়দায় দমন-পীড়নের চিহ্ন হয়ে রইলো।

ছাত্র ফ্রন্টের নেতারা আরও বলেন, এ ঘটনা নতুন নয়। আমরা এর আগেও পুলিশি হেফাজতে লেখক মুশতাকের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি। কার্টুনিস্ট কিশোরকে প্রতিবাদী কার্টুন আঁকার অপরাধে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছে। তার এক কান নষ্ট করে ফেলা হয়েছে। সে দৃশ্য আমরা দেখেছি।