৪৩তম বিসিএস: ভুল আবেদন বাতিল করে ফের জমা দেওয়ার সুযোগ

৪৩তম বিসিএস পরীক্ষার ৮১ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণ করা আবেদন বাতিল করে আবার নতুন করে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন জমা দিতে হবে। রবিবার (২৩ মে) সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার ৮১ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণ করা আবেদন বাতিল করে আবার অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশনে দরখাস্ত করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন পুনরায় আবেদনপত্র জমা দিতে অনুমোদন দিয়েছে। আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন জমা দিতে হবে।