৪২তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ

৪২তম বিসিএস (বিশেষ) ২০২০ এর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৩১ মে) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।

এর আগে গত ১৮ মে বিজ্ঞপ্তি দিয়ে পিএসসি এই পরীক্ষা স্থগিত ঘোষণা করে। ৪২তম বিসিএস (বিশেষ) এর ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরিভিত্তিতে চিকিৎসক নিয়োগ করা বিশেষ প্রয়োজন। বিধায় ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১০ এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু হবে।

মৌখিক পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) থেকে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংরক্ষণের অধিকার রাখে।