বিদ্যুৎ প্রকল্পে ১২৪ কোটি টাকা দিচ্ছে ইইউ

ঢাকা শহরের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের জন্য ১২৪ কোটি টাকা দেবে ইউরোপীয় ইউনিয়ন। স্মার্ট গ্রিড প্রকল্প বাংলাদেশের প্রথম এ ধরনের প্রকল্প যা আগামী পাঁচ বছরে বাস্তবায়ন হবে। এর মাধ্যমে বিদ্যুৎ সেবা উন্নতকরণের মাধ্যমে ১২ লাখ মানুষ উপকৃত হবে। এ ছাড়া প্রতিবছর এক লাখ চার হাজার টন কম কার্বন নিঃসরণ হবে এই প্রকল্পের মাধ্যমে।

ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে চলতি সপ্তাহে সরকারের সঙ্গে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তি এই খাতে ইইউ’র মোট প্রায় ১২শ’ কোটি সহায়তা দেওয়ার একটি অংশ।

এই চুক্তি উপলক্ষে ইইউ’র রাষ্ট্রদূত রেনসে তেরিংক বলেন, ‘কার্বন নিংসরণ কমানোর লক্ষে বিদ্যুৎ খাতের ডিজিটাল উন্নয়নের জন্য সহায়তা দিতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ।’