তিনটি যাত্রীবাহী নৌযান কিনছে সরকার

যাত্রী পরিবহন আরও আরামদায়ক করতে সরকার তিনটি বিলাসবহুল নৌযান কেনার সিদ্ধান্ত নিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ তিনটি নৌযান কিনবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৩৩১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকা।

বুধবার (১৬ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আসা এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামের কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এই তিনটি প্যাসেঞ্জার ক্রুজ ভ্যাসেল (যাত্রীবাহী নৌযান) সরবরাহ করবে।’