বৃষ্টিতে তাদের মন খারাপ (ফটোস্টোরি)

ঋতুচক্রে চলছে আষাঢ় মাস। বছরের প্রায় ৮০ ভাগ বৃষ্টিই হয় বর্ষায়। এদিকে বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে রাজধানীসহ সারাদেশে। আর ঢাকায় বৃষ্টি মানেই জলাবদ্ধতা; যা কর্মমুখী মানুষদের জন্য ভোগান্তির কারণ। এ ছাড়া ভাসমান দোকানি, রিকশাচালকের ভোগান্তি আরও বেশি। বৃষ্টিতে মানুষের চলাচল সীমিত হয়ে যাওয়ায় রিকশাচালকরা পাচ্ছেন না যাত্রী। আর ভাসমান দোকানিরাও পাচ্ছেন না ক্রেতা। ফলে বৃষ্টি মানেই তাদের মন খারাপের দিন। ছবিতে দেখুন বিস্তারিত...