অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি পুরস্কার পেলেন যারা

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন, সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট সৈকত ভৌমিক, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার আবু রায়হান তানিন এবং একাত্তর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট মুফতি পারভেজ নাদির রেজা। মঙ্গলবার (২২ জুন) দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২০’ ঘোষণা করে টিআইবি।

টিআইবি জানায়, ‘করোনা পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের প্রতারণার জাল’ সিরিজ রিপোর্টের জন্য সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট সৈকত ভৌমিককে জাতীয় পর্যায়ের প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

‘চট্টগ্রামে করোনা রোগী আইসিইউ পায় না, ১২ হাসপাতালের গল্প পুরোটাই ফাঁকি’ এই রিপোর্টের জন্য স্থানীয় পর্যায়ের প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার আবু রায়হান তানিন।

অন্যদিকে, ইলেকট্রনিক গণমাধ্যম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন একাত্তর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট মুফতি পারভেজ নাদির রেজা। ‘হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানল’ শিরোনামে রিপোর্টের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।