মেজর অব. মান্নান দম্পতিকে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই প্রভাবশালী ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও এসএম মনিরুজ্জামানসহ শীর্ষ পাঁচ কর্মকর্তাকে মঙ্গলবার  জিজ্ঞাসাবাদের পর  বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান ও তার  স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি। বিআইএফসি’র অর্থ কেলেঙ্কারীর ঘটনায় এ নিয়ে শতাধিক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিআইএফসির মোট শেয়ারের ৫৬ শতাংশই মেজর (অব.) মান্নানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, যা আইন পরিপন্থী।

বিআইএফসি’র বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৫৭টি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে  টাকাগুলো বের করে নিয়েছেন মেজর অব. মান্নান।

সূত্র জানায়, বিআইএফসি’র বিতরণ করা ৮৫০ কোটি টাকা ঋণের মধ্যে ৯৭ শতাংশই কু-ঋণ বা মন্দ মানের খেলাপি। এসব খেলাপির বেশিরভাগই দায় মেজর অব. মান্নানের মালিকানাধীন প্রতিষ্ঠানের।